রাজনৈতিক সীমারেখা দ্বারা নির্ধারিত বিশ্বজুড়ে দেশের সংখ্যা এখন ১৯৫। আর এই সমস্ত দেশগুলির মধ্যে কোনাে কোনাে দেশ আয়তনে বিশাল বড়াে, আবার কোনাে কোনাে দেশ আয়তনে অনেক ছােটো। তবে জানলে অবাক হবেন এতােগুলি দেশের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেকাংশই দখল করে রেখেছে মাত্র ১০টি দেশ। চলুন তাহলে জেনে নেওয়া যাক আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়াে প্রথম দশটি দেশ সম্পর্কে -
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়াে প্রথম দশটি দেশ - Top 10 largest Countries in the World in Bengali :
আয়তনে বিশ্বে সবচেয়ে বড়াে প্রথম দশটি দেশের তালিকায় ১০ম স্থানে রয়েছে -
সুদান আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের একটি দেশ। এর রাজধানীর নাম খার্তুম। সরকারীভাবে এর নাম সুদান প্রজাতন্ত্র। এটি এলাকার দিক থেকে আফ্রিকার বৃহত্তম দেশ। তবে আয়তনের দিক থেকে পৃথিবীর দশম বৃহত্তম দেশ হল এই সুদান। এর আয়তন ২৫ লক্ষ ৫ হাজার ৮১০ বর্গকিলােমিটার। লৌহিত সাগরের সাথে দেশটির ৮৫৩ কিলােমিটার উপকূল রয়েছে। এই দেশটির বেশিরভাগ ভূমি সমতল। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে পর্বতমালা। পৃথিবীর দীর্ঘতম নদ নীলের একটি অংশ সুদানের রাজধানী খার্তুমের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। সুদানের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। উত্তরে নুরিয়ান অঞ্চলে সামান্য মরুভূমিও রয়েছে।
এরপর আয়তনে বিশ্বে সবচেয়ে বড়াে প্রথম দশটি দেশের তালিকায় ৯ম স্থানে রয়েছে -
২৭ লক্ষ ২৪ হাজার ৯০০ বর্গকিলােমিটার আয়তনবিশিষ্ট এই কাজাখস্তান দেশটি বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ এবং আয়তনে পৃথিবীর নবম বৃহত্তম দেশ। কাজাখস্তান এশিয়ার একটি প্রজাতান্ত্রিক দেশ। এর রাজধানীর নাম নুর-সুলতান এবং বৃহত্তম শহর আলমাটি। এই দেশটির কোনাে প্রান্তেই সমুদ্র নেই। এই দেশে বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা এবং শূদ্ধ আবহাওয়া বিরাজমান করে।
এরপর আয়তনে বিশ্বে সবচেয়ে বড়াে প্রথম দশটি দেশের তালিকায় ৮ম স্থানে রয়েছে -
আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরােটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় এবং বিশ্বের ৮ম বৃহত্তম দেশ। এই দেশের আয়তন ২৭ লক্ষ ৮০ হাজার ৪০০ বর্গকিলােমিটার। বুয়েনস আইরিস হল এই দেশের বৃহত্তম শহর ও রাজধানী। আর্জেন্টিনার ভূপ্রকৃতি ও জলবায়ু বিচিত্র। উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তার। এই দেশের মধ্যেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা ও তার সর্বোচ্চ শৃঙ্গ আকোনকাগুয়া যা আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তবে এই দেশের বেশিরভাগ মানুষ দেশটির মধ্যভাগে অবস্থিত বিশাল উর্বর প্রেইরি সমভূমির শহর গুলিতে বাস করেন। আর্জেন্টিনায় আরও রয়েছে অরণ্যভূমি, মরুভূমি, তুন্দ্রাভূমি, সুউচ্চ সব পর্বতশৃঙ্গ, নদনদী এবং হাজার হাজার কিলােমিটার দীর্ঘ আটলান্টিক মহাসাগরীয় উপকূলভূমি।
এরপর আয়তনে বিশ্বে সবচেয়ে বড়াে প্রথম দশটি দেশের তালিকায় ৭ম স্থানে রয়েছে -
দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত ভৌগলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। অন্যদিকে জনসংখ্যার বিচারে ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রও এই ভারত। ভারতের মােট আয়তন ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গকিলােমিটার। নিউ দিল্লি হল ভারতের রাজধানী এবং মুম্বাই হল ভারতের বৃহত্তম শহর। পৃথিবীর বৃহত্তম নদী ব-দ্বীপ সুন্দরবন ভারতেই অবস্থিত। ভারতে রয়েছে বিশ্বের ৭ম বৃহত্তম মরুভুমি থর মরুভুমি, রয়েছে হিমালয় পর্বতমালা এবং বিশ্বের ২য় ও ৩য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 ও কাঞ্চনজঙ্ঘা এবং রয়েছে ৭,৫১৭ কিলােমিটার দৈর্ঘ্য ভারতীয় সমুদ্র উপকূল। ভারতের জলবায়ুও বৈচিত্রময়, বিশেষ করে মৌসুমি বায়ুপ্রবাহই ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। ভারতে বছরের ছয়টি ঋতুই দেখা যায়।
এরপর বিশ্বে সবচেয়ে বড়াে দশটি দেশের তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে -
অস্ট্রেলিয়া হল একটি দ্বীপমহাদেশ। এই অস্ট্রেলিয়াই পৃথিবীর মহাদেশগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। তবে অস্ট্রেলিয়া দেশ হিসাবে আয়তনে বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম দেশ। এর আয়তন ৭৭ লক্ষ ৪১ হাজার ২২০ বর্গকিলােমিটার। অস্ট্রেলিয়ার রাজধানী হল ক্যানবেরা এবং বৃহত্তম শহর সিডনি। গ্রেড ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব সীমান্ত ধরে প্রায় ২০১০ কিলােমিটার জুড়ে বিস্তারিত। অস্ট্রেলিয়ায় পার্লামেন্টেরিও গণতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে, যেখানে দ্বিতীয় এলিজাবেথ রানী হিসেবে স্বীকৃত। দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপাের্টে ১০৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপাের্ট শক্তি সূচকে ৭ম স্থানে রয়েছে।
এরপর বিশ্বে সবচেয়ে বড়াে দশটি দেশের তালিকায় ৫ম স্থানে রয়েছে -
ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। তবে ভৌগলিক আয়তনের দিক থেকে ব্রাজিল বিশ্বের ৫ম বৃহত্তম দেশ। এর আয়তন ৮৫ লক্ষ ১৪ হাজার ৮৭৭ বর্গকিলােমিটার। ব্রাজিলের রাজধানী হল ব্রাসিলিয়া এবং সাওপাওলাে হল ব্রাজিলের বৃহত্তম শহর। ক্রয়ক্ষমতা সমতা ও মােট অভ্যন্তরীণ উৎপাদনের ভিত্তিতে ব্রাজিলের অর্থনীতি বর্তমানে বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি। ব্রাজিলে বিভিন্ন জাতের মানুষ বাস করে। ব্রাজিল আমেরিকার একমাত্র পর্তুগিজভাষী দেশ এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজভাষী রাষ্ট্র। ব্রাজিলের পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত। যার উপকূলীয়ভাগের দৈর্ঘ্য প্রায় ৭,৪৯১ কিলােমিটার। দেশটিতে পাহাড়, পর্বত, সমভূমি, উচ্চভূমি, চরণভূমি প্রভৃতি নানা বৈচিত্রের ভূভাগ বিদ্যমান। ব্রাজিলে ঘন ও বেশ জটিল নদী ব্যবস্থা বিদ্যমান, যা বিশ্বের অন্যতম জটিল নদী ব্যবস্থা। ব্রাজিলের উল্লেখযােগ্য নদীগুলির মধ্যে রয়েছে আমাজান, যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
এরপর বিশ্বে সবচেয়ে বড়াে দশটি দেশের তালিকায় ৪র্থ স্থানে রয়েছে -
চীন হল পূর্ব এশিয়ার একটি দেশ। যা আয়তনের বিচারে বিশ্বের ৪র্থ বৃহত্তম দেশ। এর আয়তন ৯৫ লক্ষ ৯৬ হাজার ৯৬১ বর্গকিলােমিটার। চীনের রাজধানী বেইজিং এবং বৃহত্তম শহর সাংহাই। চীনের ভূমিরূপ বিশাল ও বৈচিত্রময়। এর মােট আয়তনের দুই তৃতীয়াংশ পর্বত, ছােটো পাহাড় এবং মালভূমি নিয়ে গঠিত। আকাশ থেকে দেখলে মনে হবে চীনের ভূভাগ সিড়ির মতাে পশ্চিম দিক থেকে পূর্বদিকে ধাপে ধাপে নেমে গেছে। দেশটির অনুর্বর উত্তরাংশে অরণ্য, স্টেপ তৃণভূমি এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি গােবি ও তাকলা মাকান মরুভূমি যেমন আছে, তেমনি এর আর্দ্র দক্ষিণাংশে আছে উপক্রান্তীয় অরণ্যসমূহ। বিশ্বের ৩য় দীর্ঘতম ইয়াংসি নদী এবং বিশ্বের ৬ষ্ঠ দীর্ঘতম পীত নদী চীনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ক্রয়ক্ষমতার সমতার বিচারে চীনের অর্থনীতি বিশ্বের ২য় বৃহত্তম। ২০০১ সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে।
এরপর বিশ্বে সবচেয়ে বড়াে দশটি দেশের তালিকায় ৩য় স্থানে রয়েছে -
উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হল এই মার্কিন যুক্তরাষ্ট্র। সংক্ষেপে এই দেশ আমেরিকা নামে পরিচিত। এর মােট আয়তন ৯৮ লক্ষ ২৬ হাজার ৬৭৫ বর্গকিলােমিটার। এর রাজধানী হল ওয়াশিংটন ডি.সি. এবং বৃহত্তম শহর নিউ ইয়র্ক। মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত। এছাড়া হাওয়াই দ্বীপপুঞ্জ, আলাস্কা অঙ্গরাজ্য এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন ভূমি এই দেশের অন্তর্ভূক্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ বিশ্বের সর্বাপেক্ষা বৈচিত্র্যমন্ডিত বহুজাতিক সমাজব্যবস্থা। বহু দেশ থেকে বিভিন্ন জাতির মানুষের অভিবাসনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজ একটি বহুসংস্কৃতিবাদী দেশ। এই দেশের অর্থনীতি বিশ্বের বৃহত্তম জাতীয় অর্থনীতি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিধর রাষ্ট্র।
এরপর বিশ্বে সবচেয়ে বড়াে দশটি দেশের তালিকায় ২য় স্থানে রয়েছে -
উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশে অবস্থিত একটি দেশ হল কানাডা যা আয়তনের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এর আয়তন ৯৯ লক্ষ ৮৪ হাজার ৬৭০ বর্গকিলােমিটার। অটোয়া হল এই দেশের রাজধানী এবং টরন্টো হল এই দেশের বৃহত্তম শহর। দেশের প্রধান রাণী দ্বিতীয় এলিজাবেথ। কানাডা হল একটি শীতলতম দেশ। এই দেশের জলবায়ুতে গ্রীষ্মকালে হালকা ভ্যাপসা ঠান্ডা, ভিজা কুয়াশা, কিছু সময় গরম রৌদ্র সম্পন্ন আবার শীতকালে ভীষণ ঠান্ডা, বরফাচ্ছন্ন, শুষ্ক এবং তুষারপাত ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত। এই দেশ বছরের ৮টা মাসই বরফে ঢাকা থাকে এবং এদেশের মানুষ ঠান্ডায় অভ্যস্ত।
এরপর বিশ্বে সবচেয়ে বড়াে দশটি দেশের তালিকায় ১ম স্থানে রয়েছে -
রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত। পূর্ব ইউরােপে অবস্থিত এই রাশিয়াই হল বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ। এর আয়তন হল ১ কোটি ৭০ লক্ষ ৯৮ হাজার ২৮২ বর্গকিলােমিটার। রাশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর হল মস্কো। এই বিশাল রাশিয়ার প্রকৃতি একই সাথে বৈচিত্র্যময় ও বৈচিত্র্যহীন। উত্তর থেকে দক্ষিণে তুন্দ্রা, তৈগা, স্তেপ ও অর্ধ-উষর মরুভূমি বিস্তৃত। রাশিয়া বিশ্বের সর্বপ্রথম বৃহত্তম দেশ এবং প্রথম শীতলতম দেশ বলে এ দেশে সারাবছর হিমশীতল এবং শৈত্যপূর্ণ থাকে। এই দেশে বছরে ১০ মাস শৈত্যপ্রবাহ এবং ৮ মাস বরফাচ্ছন্ন হয়ে থাকে। ফলে রাশিয়া দেশটি হাড়কাঁপানি ঠান্ডা বলে এখানে থাকাটা বরং খুবই কষ্টকর এবং প্রতিকুল।
এই হল আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়াে প্রথম দশটি দেশ। আমরা আরাে একবার এই দশটি দেশের নাম জেনে নেব -
- ১ম স্থানে রয়েছে - রাশিয়া
- ২য় স্থানে রয়েছে - কানাডা
- ৩য় স্থানে রয়েছে - আমেরিকা যুক্তরাষ্ট্র
- ৪র্থ স্থানে রয়েছে - চীন
- ৫ম স্থানে রয়েছে - ব্রাজিল
- ৬ষ্ঠ স্থানে রয়েছে - অস্ট্রেলিয়া
- ৭ম স্থানে রয়েছে - ভারত
- ৮ম স্থানে রয়েছে - আর্জেন্টিনা
- ৯ম স্থানে রয়েছে - কাজাখস্তান এবং
- ১০ম স্থানে রয়েছে - সুদান
0 মন্তব্যসমূহ